বঙ্গ বিজেপিতে (West Bengal BJP) আবারও অস্বস্তির কাঁটা। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রতি ক্ষোভে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। সেই সঙ্গে তিনি ইঙ্গিত দিলেন দলবদলের।
আরও পড়ুন: West Bengal BJP: আবারও ভাঙনের আশঙ্কা রাজ্য বিজেপিতে, মতুয়া বিধায়কদের নিয়ে বৈঠকে সাংসদ শান্তনু
দিলীপকে বিঁধে অভিনেতা-বিধায়কের বক্তব্য, ‘‘দিলীপ ঘোষ খড়্গপুরে আসেন। নিজের মতো সভা করেন। আমাকে কিছু জানান না! আমি যেখানে উন্নয়ন, সেখানে থাকব।’’
প্রসঙ্গত, দিলীপ আগে ছিলেন খড়্গপুরের বিধায়ক। আপাতত তিনি মেদিনীপুরের সাংসদ। খড়্গপুর বিধানসভা তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। হিরণের শেষ কথায় দলবদলের ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
হিরণের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, তিনি হোয়াট্সঅ্যাপ গ্রুপ দেখেন না। ওই রকম ১০টা গ্রুপ আছে। তাতে দুশো-তিনশো মেসেজ থাকে। হিরণের অভিযোগের বিষয়টি জেলা সভাপতি দেখবেন বলেও জানান দিলীপ।
হিরণ বিধায়কদের গ্রুপ ছেড়েছেন বলে জানানো হলে দিলীপ বলেন, ‘‘সেটা বিধায়কদের বিষয়। বিধায়কদের যিনি নেতা আছেন, তিনি দেখবেন। আমি একজন নির্বাচিত প্রতিনিধি। আমাকে পার্টি কর্মসূচি দেয়। আমি উপস্থিত থাকি। হিরণও নির্বাচিত প্রতিনিধি। পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত।’’
দিলীপ জানান, হিরণ স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে থাকেন। মঙ্গলবারও ওঁকে বৈঠকে থাকতে বলা হয়েছিল।