কাটমানি বিতর্কে মুর্শিদাবাদের বড়ঞার ওসির পাশেই দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানালেন, ওসি সন্দীপ সেন যা বলেছেন, তা আদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারেরই কথা। যেভাবে কাজ হওয়া উচিত বলে সরকার মনে করে ওসি তাই বলেছেন।
বড়ঞার সাহোড়ায় একটি কালীপুজোর অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন ওসি। সেখানে তিনি অভিযোগ করেন, কাজের জন্য পুলিশকে কাটমানি দিতে হয়। ঠিকাদারদের কাটমানি দিতে হয় ব্লক দফতরকেও। তাঁর প্রশ্ন, সকলকে এভাবে টাকাপয়সা দিতে হলে কাজ হবে কী করে! এরপর ওসি দাবি করেন, তিনি দায়িত্ব পেয়ে এই কাটমানি সংস্কৃতি বন্ধ করে দিয়েছেন।
ওসির বক্তব্য খারিজ করে দিয়েছেন রড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তাঁর মতে, ওসি ওই 'দায়িত্বজ্ঞানহীন' মন্তব্য না করলেই পারতেন। তাঁর এলাকায় কোনও অনৈতিক কাজ হয় না। ওসির বক্তব্য উড়িয়ে দিয়েছে ব্লক প্রশাসনও। যদি সেই বক্তব্য ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে। এডিটরজি অবশ্য ভিডিওর সত্যতা যাচাই করেনি।
সন্দীপবাবু অবশ্য কাটমানি কোনও প্রাক্তন ওসির নাম করেননি। কিন্তু ভিডিও ভাইরাল হতেই শাসকদলকে আক্রমণ করছেন বিরোধীরা।
এই প্রসঙ্গে কুণাল বলেন, "রাজ্যের
শাসক দল তৃণমূল মনে করে, বরাদ্দ হওয়া টাকার ১০০ শতাংশই উন্নয়নের কাজে ব্যবহার হওয়া উচিত। তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তা-ই মনে করে। বরাদ্দ টাকা সার্বিক ভাবেই উন্নয়নের কাজে ব্যবহার হওয়া উচিত। ওসি যা বলেছেন, তা মুখ্যমন্ত্রী এবং সরকারেরই কথা।"