মালবাজারে (Malbazar Flash Flood) হড়পা বানে মৃতদের পরিবারের একজনকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । উল্লেখ্য, সোমবারই মালবাজারে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর মঙ্গলবার প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) থেকে তাঁদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় । সেইসঙ্গে উদ্ধারকারী যুবকদের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে তাঁদের হাতে তুলে দিলেন ১ লাখ টাকার চেক ।
দশমীর রাতে মায়ের বিসর্জনের সময় মালবাজারে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যায় । মাল নদীতে বিসর্জন দেখতে গিয়ে, জলের তোড়ে ভেসে গিয়ে প্রাণ হারান ৮ জন । সেদিন নিজেদের প্রাণ বাজি রেখে অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন কয়েকজন যুবক । তাঁদের ৭ জনকে সাহসিকতার সম্মান দেওয়া হল । মঙ্গলবার আদর্শ বিদ্যাভবন স্কুলে প্রশাসনিক বৈঠকে উদ্ধারকারী যুবকদের কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী । ৭ জনের হাতে তুলে দেওয়া হয় ১ লাখ টাকার চেক । সেইসঙ্গে তাঁদের চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার মালবাজারে মৃতদের পরিবারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী । হড়পা বানে মৃত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বলেন । তাঁর কথায়, “বিপর্যয়, দুর্যোগ, অঘটন ঘটে। মালে এমনই একটি ঘটনা ঘটেছিল। হড়পা বান কোথা থেকে এসেছে, সেটি পরে তদন্ত করা হবে। আটজন মারা গিয়েছেন। আমি নিজে ছয়জনের বাড়িতে গিয়ে দেখা করলাম। আর একজনের পরিবার এখানে নেই। তাঁরা গয়ায় গিয়েছেন। আমি এদের সঙ্গে কথা বলে গেলাম।”
গত পাঁচই অক্টোবর উত্তরবঙ্গের মাল নদীতে হড়পা বানে প্রাণ হারিয়েছিলেন আট জন। ইতিমধ্যেই তাদের পরিবারকে আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের কর্তব্যে গাফিলতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছিল। যদিও তা উড়িয়ে দেয় সরকার।