মক্কায় বসে পঞ্চায়েতের মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মইনুদ্দিন গাজী। এবার সিআইডি-র তলবে সারা দিয়ে ভবানীভবনে পৌঁছলেন তিনি। সূত্রের খবর গত ২৮ জুলাই তাঁকে ভবানীভবনে তলব করে সিআইডি। মক্কা থেকে কীভাবে মিনাখাঁয় মনোনয়নপত্র জমা দিলেন সেবিষয়ে জানতেই তাঁকে তলব করেছে সিআইডি।
পঞ্চায়েত ভোটের সময় মইনুদ্দিনের জমা দেওয়া মনোনয়ন নিয়ে বিতর্ক তৈরি হয়। জানা যায়, সেসময় মক্কাতে থাকলেও পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। সেই ঘটনায় ইতিমধ্যে নামের প্রস্তাবক সহ মোট সাতজনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী এজেন্সি। এবার ডাক পড়েছে মইনুদ্দিনের।
গত ৪ জুন মক্কায় হজ করতে গিয়েছিলেন মইনুদ্দিন। এরপর মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয় ৯জুন এবং শেষ হয় ১৫ জুন। ওই সময়ে মক্কাতে থাকলেও পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয় জমা দিয়েছিলেন তিনি।
Read More- মক্কায় বসে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীর! জিজ্ঞাসাবাদ করতে ভবানীভবনে তলব
ওই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে সি আই ডি তদন্ত চলছে। পাশাপাশি মিনাখাঁর বিডিও ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেও তদন্ত চলছে।