কোভিড বিধি (Covid19) মেনে স্কুল খোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) খোলা চিঠি দিল রাজ্যের শিশু চিকিৎসকদের (Child Specialist) একটি গবেষণামূলক প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকস্ (West Bengal Academy of Pediatrics)। পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য স্কুল খোলার আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে। একই দাবিতে এদিনও পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী শিবিরের একাধিক ছাত্র সংগঠন।
করোনা আবহে প্রায় ২ বছর ধরে রাজ্যে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রীর কাছে কেন তাঁরা স্কুল খোলার আর্জি জানাচ্ছেন, তার পক্ষে একাধিক যুক্তি তুলে ধরা হয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকস-এর খোলা চিঠিতে। লেখা হয়েছে, করোনাকালে প্রায় দু’বছর ধরে স্কুল বন্ধ থাকায় নেতিবাচক প্রভাব পড়ছে শিশুমনে। বহু শিশুর আচরণে পরিবর্তন নজরে এসেছে। ভবিষ্যত প্রজন্মের মধ্যে তৈরি হচ্ছে মানসিক সমস্যা।
রাজ্যে কোভিডের দৈনিক সংক্রমণ কমে ৩,৫১২, মৃতের সংখ্যা ৩০-এর উপরেই
এ ছাড়া পরিসংখ্যান উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, কোভিড ১৯-এ মৃদু উপসর্গ থাকছে শিশুদের। রাজ্যে আক্রান্তদের মধ্যে মাত্র ২.৫ থেকে ৩ শতাংশকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত রাজ্যে কোনও শিশুর মৃত্যু হয়নি। শিশু চিকিৎসকদের মত, কোভিড বিধি মেনে স্কুল খুললে আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা কম। তবে শারীরিক সমস্যা রয়েছে, এমন শিশুদের ব্যক্তিগত চিকিৎসকের অনুমতি নিয়ে স্কুলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।