মঙ্গলবার থেকে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটির নির্দেশিকা জারি করেছে স্কুলশিক্ষা দফতর। স্কুল খোলার দিনক্ষণ সম্পর্কে অন্ধকারে শিক্ষকরাও। বৃষ্টির দেখা মিললেও স্কুলে কেন তড়িঘড়ি গরমের ছুটি, তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি বিভিন্ন শিক্ষক সংগঠনের। আবহাওয়ার উন্নতি হওয়ার ফলে স্কুল খুলে রাখার অনুরোধ জানিয়ে তাঁরা চিঠি দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রীকে।
বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে দাবি, হাওয়া অফিসের খবর অনুযায়ী তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই। ফলে পড়ুয়াদের স্বার্থে বর্তমানে স্কুল খুলে রাখার দাবি জানিয়েছেন তাঁরা। তবে ফের তাপপ্রবাহের সম্ভাবনা দেখা দিলে স্কুল বন্ধের কথাও জানিয়েছেন রাজ্যের শিক্ষক সংগঠনগুলি।
আরও পড়ুন- Virat Kohli: অনুষ্কাকে ফ্লাইং কিস, লখনউ ম্যাচে চেনা ছন্দে ফিরলেন বিরাট কোহলি
শুধু পড়াশোনা নয়, কোভিডের জেরে দীর্ঘদিন ধরে স্কুলে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানও বন্ধ। ফলে মঙ্গলবার থেকে এই ছুটির নির্দেশিকা বলবৎ হলে সেই অনুষ্ঠান করাও সম্ভব হবে না। চিঠিতে সেকথাও তুলে ধরেছেন রাজ্যের শিক্ষকরা।