আগামী ছয় মাসের মধ্যে রাজ্য়ে বাড়তে চলছে আরও সাতটি জেলা। রাজ্যের এই সিদ্ধান্তের ইতিমধ্যেই বিরোধিতা করেছে বিজেপি। এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। নতুন যে সাতটি জেলা তৈরি হবে তার মধ্যে ভাগ হচ্ছে মুর্শিদাবাদও। তার প্রতিবাদেই অধীর জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলা ভাঙতেই পারেন, কিন্তু মুর্শিদাবাদ জেলার নাম ও তার অস্তিত্বকে মুছে ফেলা যাবে না। এটা মুর্শিদাবাদ ও বাংলার মানুষ কখনই মেনে নেবে না। এর বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ করবেন। আন্দোলন চলবে।
সোমবারই নবান্নে নতুন সাত জেলার কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেইমতো উত্তর ২৪ পরগনা ভেঙে তৈরি হবে বসিরহাট ও ইছামতী। দক্ষিণ ২৪ পরগনা থেকে বেরিয়ে আলাদা হচ্ছে সুন্দরবন। মুর্শিদাবাদ ভেঙে তৈরি হচ্ছে বহরমপুর এবং কান্দি। নদিয়া ভেঙে এবার তৈরি হবে রানাঘাট।
সোমবারই রাজ্য়ের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল পঞ্চায়েত ভোটের আগে এই সাত জেলা তৈরি সরকারের কৌশল মাত্র।