নতুন বছরে (New Year) নতুন দাপট নিয়ে শীত (Winter) ফিরছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Office) পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী দু’তিনদিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। আরও নামবে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকালের থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস নামল পারদ। বিভিন্ন জেলায় ইতিমধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে।
গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ ছিল গোটা রাজ্যেই। পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তেঅল্প-বিস্তর বৃষ্টি হয়েছে। তাই বাধাপ্রাপ্ত হয়েছে শীত। পশ্চিমী ঝঞ্ঝা কাটায় ফের পারদ পতনের পূর্বাভাস। ।