মাঝ মাঘে কুপোকাত শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা অব্যাহত। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ (cloudy sky)।
সোম এবং মঙ্গলবার রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur weather office)। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার থেকে আকাশ পরিষ্কার হলে ফের কমবে তাপমাত্রা। তবে তারপর বাংলায় নতুন করে শীতের ইনিংস শুরু হবে, নাকি, ধীরে ধীরে পাততাড়ি গোটাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।