তাপমাত্রা সামান্য কমা ছাড়া বাংলায় সিত্রাং-এর প্রভাব সেভাবে পড়েইনি। সকালের দিকে শীতের অনুভূব হলেও আপাতত শীত আসতে দেরি বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে ২৯ ও ৩০ অক্টোবর নাগাদ দেশের দক্ষিণে তামিলনাড়ু, পুদুচেরিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৭ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির দিন কিংবা রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুকনো থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দিন কিংবা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।