সাহস থাকলে তাঁর বুকে বন্দুক ঠেকাক। মঙ্গলবার আলিপুরদুয়ারের জনসভা থেকে কেএলও নেতা জীবন সিংকে এ ভাবে জবাব ফিরিয়ে দিলেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে অভিযোগ করলেন বিজেপির কিছু নেতার প্রশয়ে এই ইন্ধন দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মমতা বলেন, ”বাংলা ভাগ না করলে আমায় মেরে ফেলবে বলছে, আমার বুকে বন্দুক ঠেকিয়ে দেখাক। আমিও জানি কীভাবে বন্দুকের নল ভোঁতা করতে হয়।”
সোমবার মুখ্যমন্ত্রী তিনদিনের উত্তরবঙ্গ সফরের আগে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে লাইভ করে কোচবিহারকে পৃথক রাজ্যে করার ফের দাবি জানায় কেএলও নেতা জীবন সিং। তিনি দাবি করেন, কোচবিহার ভাগ করার সাহস নেই রাজ্যের। তাই তাদের দাবি অবিলম্বে কোচবিহার ভাগ করতে হবে। তার জবাবে এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রাণ দেবেন, কিন্তু বাংলা ভাগ হতে দেবেন না।
এই হুমকির পিছনে যে বিজেপির ইন্ধন স্পষ্ট, তা এদিন ফের জানান মুখ্য়মন্ত্রী। তিনি অভিযোগ করেন, ভোট প্রতিশ্রুতি পালনের কোন ইচ্ছা নেই বিজেপির। গেরুয়া নেতার শুধু ব্য়স্ত বাংলার ভাগের খেলায়। তাঁর দাবি, রাজ্যে যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে, কোনও কিছু ভাগ করতে দেবে না। একইসঙ্গে তৃণমূল সুপ্রিম এদিন দাবি করেন, উন্নয়নের স্বাথে রাজ্যে তৃণমূলকেই দরকার। কারণ, তৃণমূল না থাকলে উন্নয়নও থমকে যাবে।