ছাত্রনেতা আনিস খানের হত্যা থেকে বগটুই কাণ্ড, রাজ্যে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া হিংসার একাধিক ঘটনা নিয়ে এ বার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার বিশিষ্টজনেরা। শনিবার মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে মোট ২২ জনের স্বাক্ষর রয়েছে। তাঁদের মধ্যে আছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, পরমব্রত বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি সেন, সোহিনী সরকার, অনির্বাণ চক্রবর্তী, রূপসা দাশগুপ্ত, গৌরব চক্রবর্তী, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন, রূপম ইসলাম, অনুপম রায়, বোলান গঙ্গোপাধ্যায়েরা। প্রসঙ্গত, এঁদের মধ্যে শ্রীজাত এবং পরমব্রত ‘সরকার-ঘনিষ্ঠ’ বলেই পরিচিত।
পূর্ব বর্ধমানের তুহিনা খাতুনের আত্মহত্যা, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু আর পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুন ঘটনার উল্লেখ করা হয়েছে চিঠিতে। এপাশাপাশি পুরভোটে অশান্তি এবং বিভিন্ন জায়গায় অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোট নিয়েও কড়া সমালোচনা করা হয়েছে চিঠিতে।
রামপুরহাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে।
ওই চিঠি প্রসঙ্গে বিশিষ্ট জনেদের বক্তব্য, ‘আমরা নাগরিক সমাজের এক অংশ হিসেবে আমাদের বিবেচনা মতো পশ্চিমবঙ্গের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাবলিতে উদ্বিগ্ন হয়ে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে একটি চিঠি পাঠিয়েছি। "