দেবী পক্ষের সূচনা হয়নি এখনও, তাতে কী? ঢাকে কাঠি পড়েই গেছে! পুজোর প্রায় ২৭ দিন আগেই শোভাবাজারের বেনিয়াটোলা সর্বজনীনে (Sovabajar Beniatola Sarbojonin) পৌঁছল অষ্ট ধাতুর দূর্গা প্রতিমা। গোটা এলাকায় সাজো সাজো রব। এত বড়ো বিগ্রোহ এর আগে কোথাও হয়নি বলেই দাবি করছে পুজো কমিটি। উদ্যোক্তরা জানিয়েছেন এবার থেকে শুধুমাত্র চার দিন নয়, নিত্যপুজো করা হবে।
১২ ফুট দৈর্ঘ্যের ১ টন ওজনের অষ্টধাতুর বিগ্রহ, পুজো উদ্যোক্তাদের দাবি, এত বড় বিগ্রহ আগে কোথাও হয়নি, তা এত ভারী মূর্তি কীভাবে পৌঁছল মণ্ডপে? আনা হল ক্রেনে চাপিয়ে। মূর্তি বানাতে খরচ হয়েছে আনুমানিক আঠারো লক্ষ টাকা।
Mimi Chakraborty in Bollywood:বাংলা নয়, এবার হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে মিমিকে, নায়কও বাঙালি ?
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিমা দুর্গাপুজোর চার দিন পরেও বিসর্জন দেওয়া হবে না। বরং নিত্যপূজোর ব্যবস্থা করা হবে। মহালয়ার দিন হবে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা।
প্রসঙ্গত, সম্প্রতি ইউনেস্কোর (UNESCO) তরফে হেরিটেজ তকমা পেয়েছে বাংলার দুর্গোৎসব। তারপরই রাজ্য সরকার এই আন্তর্জাতিক স্বীকৃতিকে উদযাপন করতে পুজোর প্রায় একমাস আগেই বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।