সুতপার সঙ্গে সম্পর্ক ভাঙতেই মালদার ইংরেজবাজারের (Maldah) বাড়িতে চড়াও হয় সুশান্ত চৌধুরী (Sushanta Chowdhury)। গত বছর দুর্গাপুজোর পঞ্চমীর দিন ঘটনাটি ঘটে। এই ঘটনার সময় সুতপাকে গালিগালাজও করে সে। এমনই অভিযোগ সুতপা চৌধুরীর বাবার। এই অভিযোগ খতিয়ে দেখতে মালদার ইংরেজবাজারে যায় বহরমপুর থানার পুলিশ। সুশান্তের সঙ্গে সুতপার সম্পর্ক কতটা গভীর ছিল, তা খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসাররা।
সুতপা খুনের তদন্তে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ইংরেজবাজারে আসে বহরমপুর থানার পুলিশ। তদন্তকারী আধিকারিক-সহ চারজনের ওই দলটি প্রথমে বৈষ্ণবনগর থানার রাজনগরে সুতপা চৌধুরীর বাড়িতে যায়। সেখানে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। এরপর সুতপার বাবা স্বাধীন চৌধুরীকে নিয়ে ইংরেজবাজারের এয়ারভিউ কমপ্লেক্সের বাড়িতে যান তাঁরা। সেখানে ২ ঘণ্টা ছিলেন গোয়েন্দারা।
আরও পড়ুন: কাশিপুরকাণ্ডে শাহকে ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের, ফের বঙ্গে আসছেন অমিত
প্রসঙ্গত, বহরমপুরের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপাকে ভরসন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে খুন করে সুশান্ত চৌধুরী। মাত্র কয়েকঘণ্টার মধ্যে ধরা পড়ে অভিযুক্ত সুশান্ত চৌধুরী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল সুতপার সঙ্গে। কিন্তু পরিবারের আপত্তি ছিল। সুতপার বাবা স্বাধীন চৌধুরীর পাল্টা দাবি, গত বছর পঞ্চমীর দিন বাড়ি এসে হুমকি দেয় সুশান্ত। গালিগালাজও করে তাঁদের মেয়েকে।