বর্তমানে একাধিক মডেলের নামীদামী ফোন লঞ্চ করেছে প্রতিটি সংস্থা। তার মধ্যে কম দামের মধ্যে উল্লেখযোগ্য ব্রান্ড হল ভিভো। ওই সংস্থার বাজেট ফ্রেন্ডলি মডেলগুলি হল Vivo X100, X100 Pro, V 30 Pro এবং X90।
ভিভোর একাধিক ফিচার্সের মধ্যে উল্লেখযোগ্য হল তাদের ক্যামেরা। হাই মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে AI প্রযুক্তি। যে কোনও ছবিকেই প্রসেসিংয়ের মাধ্যমে অন্য মাত্রায় পৌঁছে দেয় তাদের ইন্টারন্য়াল প্রসেসর। এই প্রতিবেদনে জেনে নিন কয়েকটি দুর্দান্ত ফিচার্সের Vivo স্মার্টফোন। যা আপনার সাধ ও সাধ্য পূরণ করবে।
কোন মডেলের কী দাম?
Vivo X90 মডেলটির দাম রয়েছে ৫০ হাজার টাকার আশপাশে। অত্যাধুনিক প্রসেসর সঙ্গে AI-এর ফিচার্স থাকায় ফোনটি অন্য মডেলগুলির তুলনায় অনেকটাই ভিন্ন।
ViVo-র আরও একটি মডেল রয়েছে। নাম V30। যাঁরা ফটোগ্রাফি পছন্দ করেন তাঁদের জন্য এই ফোনটি আদর্শ। ফোনটির দাম রাখা রয়েছে ৩৫ হাজার টাকা।