রাজ্যে মিলল করোনাভাইরাসের ওমিক্রনের নয়া ভ্যারিয়ান্ট BF 7। চার জনের শরীরে নয়া ভ্যারিয়ান্টের হদিস মিলেছে বলেই খবর স্বাস্থ্য দফতর সূত্রে। তবে সকলেই সুস্থ রয়েছেন।
গত ১ মাসে বিদেশ থেকে আসা যাত্রীদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়। তাতেই চারজনের শরীরে মিলেছে করোনার নয়া ভ্যারিয়েন্ট BF.7-এর হদিশ। তাঁদের মধ্যে একজন কলকাতায় বসবাসকারী। তাঁর সংস্পর্শে আসেন ২২ জন। বাকি তিনজন নদিয়ার একই পরিবারের সদস্য। ওই তিনজনের সংস্পর্শে এসেছিলেন মোট ৩৩ জন। সংক্রমিত এবং সংক্রমিতদের সংস্পর্শে আসা প্রত্যেকেই বর্তমানে সুস্থ রয়েছেন।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন বিষয়টি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি আসেনি।