Dilip Ghosh attacks Mamata Banerjee : 'বাণিজ্য সম্মেলন'-এর মতো নাটক বন্ধ হওয়া দরকার, আক্রমণ দিলীপের

Updated : Apr 20, 2022 15:34
|
Editorji News Desk

বুধবার সূচনা হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Global Business Summit) । বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই প্রথম বাণিজ্য সম্মেলন মমতার  (Mamata Banerjee)। এই বাণিজ্য সম্মেলন নিয়ে বারবার বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে । বুধবার শুরু হওয়া বাণিজ্য সম্মেলন নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Gosh Attack Mamata Banerjee) । মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়লেন না ।

এদিন, সকালে সিলিকন ভ্যালি ঘুরে দেখেন দিলীপ ঘোষ । আশপাশের ছবিও তোলেন । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে বলেন, " সিলিকন ভ্যালি একবার ঘুরে দেখা উচিত । দু'বছর তিন বছর আগে এখানে চারিদিকে হোর্ডিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল । এখনও দু-একটি মুখ্যমন্ত্রীর হোর্ডিং আছে । বাকি সব ফাঁকা । এখন হোগলার জঙ্গল গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে ।" তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে । বাণিজ্য সম্মেলনে শুধু টাকার শ্রাদ্ধ । দিলীপ ঘোষের প্রশ্ন, "'পাঁচটা বেঙ্গল সামিটে' কি আদৌ কোনও লাভ হয়েছে ? কত টাকা খরচ হয়েছে ? বাংলার মানুষ কী পেয়েছে ? পুরোটাই মানুষকে জানানো উচিৎ । নতুন করে একটা নাটক শুরু হয়েছে । এই নাটর বন্ধ হওয়া দরকার" । বিজেপি নেতার দাবি, "মুখ্যমন্ত্রীর কোনও বিশ্বাসযোগ্যতা নেই । সেক্ষেত্রে, এই রাজ্যে কেউ শিল্প করবে, তা আমরা বিশ্বাস করি না ।"

আরও পড়ুন, BGBS 2022 : ১০ বছরে বাংলায় ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ, ২০-২৫ হাজার কর্মসংস্থান, ঘোষণা আদানির
 

বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে বসেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর । বেলা ১২টা থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে । ১৯টি দেশ থেকে বাংলার বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন ২৫০ জন প্রতিনিধি । সম্মেলনে উপস্থিত রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় । অনুষ্ঠানে প্রথম বক্তৃতা দেন রাজ্যপাল । তাঁর বক্তৃতায় কেন্দ্র এবং রাজ্যেকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল । মুখ্যমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা করলেন তিনি ।

গত দুই বছর করোনা পরিস্থিতিতে বাণিজ্য সম্মেলন বন্ধ ছিল । এবার বাণিজ্য সম্মেলনের (Business Summit) লক্ষ্য, রাজ্যে বড় শিল্প নিয়ে আসা । তাই কোনওরকম ত্রুটি রাখতে চাইছেন না মমতা । নিজেই সবটা দেখছেন । আন্তর্জাতিক অতিথিদের বিশেষ নিরাপত্তার জন্য় এই ২দিন ইকোপার্ক বন্ধ রাখা হয়েছে । জানা গিয়েছে, এই দুদিন নিউটাউনের একটি কটেজে থেকে গোটা বিষয়টির তত্ত্বাবধান করবেন মুখ্যমন্ত্রী নিজেই ।

BGBSMamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন