পাহাড়ে জিটিএ (GTA Election Result) নির্বাচনে বাজিমাত করল অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)। অনিতের দল ২৭টি আসনে জয়ী হয়েছে। একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করায় জিটিএ বোর্ড গঠন করতে চলেছে বিজিএম।
গত ২৬ জুন জিটিএ-র নির্বাচন হয়েছিল। জিটিএ-এর ৪৫টি আসনের মধ্যে ডালি আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূলের বিনয় তামাং। ৫০০-র বেশি ভোটে জিতেছেন তিনি। বিনয় বলেন, ‘‘এই জয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ শুধু আমার জয় নয়। পাহাড়ের মানুষের জয়।’’
Mamata Attacks CBI: টোটোচালক থেকে চিকিৎসক, সবাইকে হেনস্থা করছে সিবিআই, দুর্গাপুরে তোপ মুখ্যমন্ত্রীর
প্রথম বার জিটিএ নির্বাচনে আসন জিতে উচ্ছ্বসিত তৃণমূল। ৫টি আসনে জিতে জিটিএ নির্বাচনে প্রথম বারের জন্য খাতা খুলেছে তৃণমূল। হামরো পার্টি জিতেছে ৮টি আসনে। ৫টি আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা। উল্লেখ্য, জিটিএ-এর ৪৫টি আসনে ভোট হয়েছিল।