রামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামে আজ, বৃহস্পতিবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে গ্রামে ফিরলেন নিহত তৃণমূল নেতা ভাদু শেখের আত্মীয়রা। ভাদু খুন হওয়ার পরে আতঙ্কে গ্রাম ছেড়েছিলেন নিহত উপপ্রধানের পরিজনেরা। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গ্রামে ফিরলেন তাঁরা। ভাদুর স্ত্রী, সন্তান-সহ একাধিক সদস্যরা গ্রামে ফিরেছেন। মুখ্যমন্ত্রীর কাছে বেশকিছু দাবিদাওয়া জানাবেন তাঁরা।
আরও পড়ুন: Mamata Banerjee: নিরাপত্তার মোড়কে বগটুই, মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগে গ্রামে বসল সিসি ক্যামেরাও
রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা। ভাদু শেখের খুনের জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এর নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি বিরোধীদের।
বৃহস্পতিবার দুপুরেই রামপুরহাটে পৌঁছনোর কথা মমতার। কপ্টারে বগটুই যাবেন তিনি। কথা বলবেন সব পক্ষের সঙ্গে।