দুটো অটো রেষারেষিতে প্রাণ হারালেন মহিলা যাত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। মৃতা ওই মহিলার নাম মামনি বিবি।
ঠিক কী হয়েছিল?
শাকশহর অঞ্চলের ডালাপুকুর এলাকার বাসিন্দা মামনি ভোজেরহাট থেকে পাকাপোল বাজার আসছিলেন অটোতে। সেই সময় বাসন্তী হাইওয়ের চরিশ্বর এলাকায় একটি অটোকে ওভারটেক করতে যায় অটোটি।
সেই সময় আচমকাই উল্টো দিক থেকে একটি গাড়ি এসে পড়ে। ওই গাড়ি ধাক্কায় রাস্তায় উল্টে যায় আটোটা। গাড়ির চাকা মৃতা মামনির পেটের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। অটোর অন্যান্য যাত্রীরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
আরও পড়ুন - খড়গপুরে লাইনচ্যূত মালগাড়ি, বন্ধ হাওড়া শাখার আপ লাইনে ট্রেন চলাচল
এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বেপরোয়া ভাবে চলা ওই অটোটিকে রাস্তার পাশের পুকুরে ফেলে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছোয় কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ।