গণনার আগের রাতে ভাঙড়ে বিস্ফোরণ। ভাঙড় ২ নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে গুরুতর আহত আইএসএফের পঞ্চায়েত সদস্য-সহ মোট ৫ জন। আহত পঞ্চায়েত সদস্যের নাম আজহারউদ্দিন।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ৫ জনকেই কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়।
সূত্রের খবর, পানাপুকুর এলাকায় বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। বোমা তৈরির সামগ্রী থেকেই বিস্ফোরণ হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর কাশীপুর থানার পুলিশ।