রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যু। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। অভিযোগ, রবিবার ভোররাতে ভাঙড় থানার কাছেই এক ব্যক্তিকে চোর সন্দেহে মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম আজগার আলি মোল্লা। বয়স ৩৬ বছর। বাড়ি ফুলবাড়ি এলাকায়। অভিযোগ, দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।
জানা গিয়েছে, ভাঙড় বাজারে পরপর চুরি হচ্ছিল। রাতে সিকিউরিটি থাকলেও চুরি ঠেকানো যাচ্ছিল না। অভিযোগ, ওই ব্যক্তি চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেলেই তাঁকে মারধর করা হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত।