পূর্ব মেদিনীপুরের এগরার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও অধরা কারখানা মালিক কৃষ্ণপদ বাগ। এলাকায় যে পরিচিত ভানু বাগ নামেই। জেলা পুলিশ, এমনকী নবান্ন থেকেও দাবি করা হয়েছে ঘটনার পর পড়শি ওড়িশায় পালিয়ে গিয়েছে মূল অভিযুক্ত। এই ঘটনার পর পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, বেআইনি বাজি তৈরির অভিযোগ এরআগে গ্রেফতার করা হয়েছিল ভানুকে। কিন্তু আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে যায়। এই একই কথা নবান্নেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও স্থানীয় গ্রামবাসীদের দাবি, ভানু তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল। যা অস্বীকার করেছে শাসক দল।
নবান্নে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ওড়িশার সীমানা লাগোয়া এই গ্রামে বেশ কয়েক বছর ধরেই বেআইনি বাজি কারখানা চালাচ্ছিল অভিযুক্ত। জেলা পুলিশ সুপারের দাবি, সপ্তাহ খানেক আগেই এই বাজি কারখানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ বাজি আটক করা হয়েছিল। এসবের মধ্যেই গ্রামবাসীদের অভিযোগ, বাজি কারখানার মালিকের থেকে মাসোহারা পেত এগরা থানা। তাই সব জেনেও এই ব্যাপারে কোনও পদক্ষেপ করা হয়নি। গ্রামবাসীদের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে।
এদিকে, এগরার ঘটনা নিয়ে আসরে বিরোধী বিজেপি। বিস্ফোরণের কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, বোমা-বন্দুকের জতুগৃহে পরিণত হয়েছে বাংলা।