ফের অশান্ত ভাটপাড়া। মঙ্গলবার রাতে একদল দুস্কৃতী বাইকে চেপে এসে এক যুবককে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। গুলি কোমর ঘেঁষে বেরিয়ে যাওয়ার জন্য অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভাটপাড়ার তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি গৌরব প্রসাদ।
ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছকুসাউ গলিতে মঙ্গলবার রাতে চলল গুলি। এদিন রাতে একদল দুষ্কৃতী বাইকে চেপে এসে খুব কাছ থেকে গৌরবকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি গৌরবের কোমর ঘেঁষে বেরায়। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে গৌরবকে। ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা হাসপাতালে এসে পৌঁছন।
Alia Bhatt: পরের মাসেই রণবীর-আলিয়ার ঘরে আসছে ছোট্ট সদস্য, কোন হাসপাতালে ভর্তি হবেন অভিনেত্রী?
জানা গেছে, গৌরব প্রসাদ জগদ্দল এর তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ। সম্প্রতি সে হিন্দি প্রকোষ্ঠের দায়িত্ব পেয়েছিল। ঘটনার কিছু সময় আগেই সে কলকাতা থেকে ফিরে এসে স্থানীয় পার্টি অফিসে বসেছিল। দলীয় কার্যালয়ের সামনেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের নাগাল পাওয়ার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।
মঙ্গলবার রাতের এই ঘটনায় এলাকার পরিবেশ বেশ থমথমে।