তিন দিনের মাথায় ভবানীপুরে দম্পতি খুনের (Bhawanipore Couple Murder) ঘটনার কিনারা করল পুলিশ। ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তরা টাকার বিনিময়ে খুন করেছিল বলেও পুলিশ মনে করছে। তবে এখনও মূল চক্রী অধরা বলেও পুলিশ সূত্রে খবর।
পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক লেনদন সংক্রান্ত সমস্যার কারণেই খুন হয়েছেন ভবানীপুরের শাহ দম্পতি। ধৃতেরা মৃত দম্পতির পূর্বপরিচিত। বুধবার রাতভর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হত্যাকাণ্ডে এক নয়, দু’-তিন জন যুক্ত থাকতে পারে বলেও পুলিশের অনুমান।
Renu Khatun: রেণুকে ভালবাসতেন মক্কেল, তাই হাত কাটা অসম্ভব! দাবি শের মহম্মদের আইনজীবীর
বুধবারই খুন হওয়া দম্পতির বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ৯৯ শতাংশ তদন্ত শেষ। পুলিস কমিশনারও সেখানে জানান ঘটনায় পরিচিত লোকের হাত থাকার সম্ভাবনা রয়েছে। শাহ দম্পতির বাড়িতে গিয়ে মমতা প্রতিশ্রুতি দেন, ভবানীপুরকে অশান্ত হতে দেবেন না।
সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর পাড়াতেই খুন হন গুজরাতি ব্যবসায়ী দম্পতি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ব্যবসায়ী অশোক শাহকে ছুরি মেরে, তাঁর স্ত্রী রশ্মিতা শাহকে গুলি করে খুন করা হয়েছে। পুরো ঘটনাটি ঘটে সোমবার দুপুর দেড়টা নাগাদ। স্বয়ং মুখ্যমন্ত্রীর পাড়ার হাই সিকিওরিটি জোনে দিন দুপুরে খুনের ঘটনায় ভবানীপুরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।