রবিবার কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। এমবাপে না মেসি কার হাতে উঠবে কাপ, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ইতিমধ্যেই তার আঁচ এসে পড়েছে বাংলাতেও। ট্রফির আদলে মিষ্টি হোক বা সমর্থিত দলের জার্সির অনুকরণে ট্যাটু- বাংলা কার্যত কাঁপছে বিশ্বকাপ জ্বরে।
এবার বিবাহ বার্ষিকীতেও উঠে এলো মেসি ভক্তির নজির। ভবানীপুরের অভিজিৎ সাহা এককালে ছিলেন জার্মানির সাপোর্টার, তাঁর স্ত্রী জয়া সাহা। এবার তাঁদের বিয়ের ২৫ বছর পার। এবার পছন্দও বদলেছ অভিজিতের, তাঁর স্ত্রীয়ের পছন্দ প্রথম থেকে আর্জেন্টিনা। এবার ২৫ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রীয়ের সঙ্গে তিনিও আর্জেন্টিনার জয়ই কামনা করলেন৷ তাদের বিবাহবার্ষিকীর আসর সেজেছে আর্জেন্টিনার পতাকায়।
Qatar World Cup Messi : ফাইনাল খেলছেন লিওনেল মেসি, ঘোষণা আর্জেন্টিনার অধিনায়কের
এবার আর্জেন্টিনার রঙে সন্দেশ, রসগোল্লা, মেসি মিষ্টি, নলেন গুড়ের বিশ্বকাপ সন্দেশ, কড়া পাকের ফুটবল সন্দেশের আয়োজন করা হল তাদের বিবাহবার্ষিকীতে। জার্মানির বিদায়ের কষ্ট ভুলে এখন তারা কেবলই চান মেসির জিতে যাওয়া।