একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সোস্যাল মিডিয়ার সাম্প্রতিকতম সেনসেশন ভুবন বাদ্যকর বা 'বাদামকাকু'। বীরভূমে দুর্ঘটনার কবলে পড়লেন 'কাঁচা বাদাম' (Kancha Badam) খ্যাত শিল্পী (Bhuban Badyakar)। আপাতত তিনি চিকিৎসাধীন সিউড়ি হাসপাতালে। আঘাত গুরুতর হলেও আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সম্প্রতি ভুবন বাদ্যকর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি চালানো শেখার সময়ই ঘটে অঘটন। গাড়িটি আচমকা একটি দেওয়ালে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন ভুবন বাদ্যকর। তাঁর বুকে এবং মুখে আঘাত লেগেছে। তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা। সেখানে তাঁর বুকের এক্স-রে করানো হচ্ছে।
দিন কয়েক আগে কলকাতার এক পাঁচতারা রেস্তোরাঁয় অনুষ্ঠান করেন তিনি। হাজির ছিলেন বাংলা সিনেমা ও টেলিভিশন দুনিয়ার একাধিক পরিচিত মুখ। সকলেই তাঁর গানের সঙ্গে রিল তৈরি করেন সেদিন। সংবাদমাধ্যমকে ভুবন বাদ্যকর জানিয়েছেন, তিনি আর বাদাম বিক্রি করবেন না, এখন কেবল গানই গাইবেন।