শুক্রবার রথযাত্রা। কোভিড অতিমারির কারণে ২ বছর বন্ধ থাকার পর পুরী থেকে ইসকন- সব জায়গাতেই রথযাত্রা নিয়ে উৎসাহ তুঙ্গে। আর রথ নিয়ে সবথেকে বেশি উৎসাহ যাদের, সেই শিশুদের জন্যই অভিনব উদ্যোগ নিলেন বিধাননগর পুরনিগমের কাউন্সিলর। এলাকার শিশুরা যাতে রথের আনন্দ থেকে দূরে না থাকে, তার জন্য এই অভিনব উদ্যোগ নিয়ে পুরনিগমের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই তাঁর ভাতা থেকে এলাকার ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে তুলে দিলেন রথ।
মূলত এলাকার পরিচারিকদের সন্তানদের হাতে রথ তুলে দেন তিনি। প্রায় ৭০জন খুদের হাতে তিনি রথ তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সিও। ছোট শিশুদের হাতে রথ তুলে দিলেন তিনি।