মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তাঁকে আসানসোল পুরসভার মেয়র ঘোষণা করেছিলেন। বুধবার নির্বাচিত হলেন আসানসোল পুরনিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়। ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয় পেলেন তিনি।
আসানসোলের বারাবণির ৩ বারের বিধায়ক বিধান উপাধ্যায়। সৃষ্টিনগরে একটি বাড়ি আছে তাঁর। তবে তিনি পাঁচগাছিয়ার ভোটার। আসানসোল পুরনিগমের উপনির্বাচনে বিধান উপাধ্যায়ের পরই আছেন সিপিএম প্রার্থী শুভাশিস মণ্ডল। তিনে আছেন বিজেপির শ্রীদিব চক্রবর্তী।
আরও পড়ুন: 'আদালতে সিবিআই তদন্ত চাইব', বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গে বললেন অনুব্রত
আসানসোলের বারাবণির বিধায়ক ছিলেন বিধান উপাধ্যায়। মেয়র হতে গেলে ৬ মাসের মধ্যে কাউন্সিলর হিসেবে নির্বাচনে জয়ী হতে হত তাঁকে। বিধান উপাধ্যায়কে তাঁর নিজের জেতা ওয়ার্ড ছেড়ে দেন কাউন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। গত ২ অগাস্ট মনোনয়ন জমা দেন তিনি। ২১ অগাস্ট আসানসোল পুরনিগমের উপনির্বাচন হয়। বুধবার ভোটগণনার পর ৬ নম্বর ওয়ার্ডে বড় ব্যবধানে জয় পেলেন তিনি। বনগাঁ উপনির্বাচনেও জয়ী তৃণমূল।