ইদ উৎসব পালন করে সম্প্রীতির নজির বিশ্বভারতীতে। কিন্তু উৎসবের আবহেই তাল কাটার অভিযোগ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর এক মন্তব্যকে ঘিরে। যাকে কেন্দ্রে করে ফের মাথাচাড়া দিল বিতর্ক। নাম না করেই উপসনাগৃহ থেকে ফের অমর্ত্য সেন ও তাঁর পরিবারকে আক্রমণ করার অভিযোগ বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। বিদ্যুতের দাবি, বিশ্বভারতীতে যা কিছু সমস্যা হচ্ছে সবকিছুতেই সম্প্রীতির অভাব রয়েছে। তিনি বললেই ভুল, আর বিখ্যাত পরিবারের কোনও সদস্য যদি ভুল বলেন বা ভুল কিছু করেন, সেটিকে সবাই ঠিক বলে। বিশ্বভারতীতে বৈপ্লবিক পরিবর্তন ঘটছে। এখানে খ্রিস্ট উৎসবে বিশেষ মন্দির হত। এবার থেকে ইদেও হবে। সংযোজন বিশ্বভারতীর উপাচার্যের।
শনিবারই বিশ্বভারতীতে বিশেষ ভাবে ইদ উৎসব পালন করা হয়েছে। উপাচার্য জানিয়েছেন, বিশ্বভারতীতে খ্রিস্ট উৎসবে মন্দির হয়। ইদ নিয়ে কোনওদিনই বিশ্বভারতীতে মন্দির হত না। গত বছর তাঁরা আলোকসজ্জা করেছিলেন। এ বছর থেকে উপাসনা মন্দিরেও বিশেষ প্রার্থনা করলেন। বিশ্বভারতী ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন ঘটছে। এই প্রথম আনুষ্ঠানিকভাবে ইদ পালন করা হচ্ছে বিশ্বভারতীতে।
বিদ্যুতের অভিযোগ, যে সম্প্রীতির কথা বলেছেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সম্প্রীতি আজ কোথায়? আগামী প্রজন্মকে প্রতিষ্ঠান সম্পর্কে ভাবতে হবে। এরসঙ্গেই নাম না করে অমর্ত্য সেনকে আক্রমণ করে তিনি বলেন, দুর্নীতিকে প্রশয় দেওয়া যাবে না।