ফের লাইনচ্যূত (Derailed) বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের (Bikaner-Guwahati Express) ইঞ্জিন। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিনটিকে জংশনের ডিজেল শেডে নিয়ে আসার সময় বিপত্তি ঘটে।
গত ১৩ জানুয়ারি নিউ ময়নাগুড়ি ও দোমোহনি স্টেশনের মাঝামাঝি লাইনচ্যূত হয়ে বড় দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। প্রাথমিক তদন্তের (Primary Investigation) পর ট্রেনের ইঞ্জিনটিকে নিয়ে আসা হচ্ছিল জংশনের ডিজেল শেডে। এবারও মোটর বন্ধ হয়ে চাকা আটকে যায় বলে খবর। এই ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: রাজ্যে ফের নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরুর সুপারিশ, চিঠি গেল নবান্নে
বিকানের-গুয়াহাটি ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৯ যাত্রীর। গুরুতর আহত হন কমপক্ষে ৪০ জন।