Guwahati-Bikaner Express Train accident: বৃহস্পতিবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল ময়নাগুড়ির (Moynaguri) দোমোহানিতে। বিকানের-গৌহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বহু যাত্রীর আহত হওয়ার সম্ভাবনা।
১৫৩৬৬ আপ বিকানির এক্সপ্রেস(Bikanir-Gauhati express) বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনার(accident) কবলে পড়ে। দুর্ঘটনার খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)।
এই ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। দুর্ঘটনার সময় পাটনা(Patna) থেকে গুয়াহাটিগামী বিকানির-গুয়াহাটি এক্সপ্রেসের(Bikanir-Gauhati express) গতিবেগ ছিল ঘন্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।