মুখ্যমন্ত্রীর চাকরি মন্তব্যকে হাতিয়ার করে ফের আদালতে বিরোধীরা। বুধবার কলকাতা হাইকোর্টে এই ব্যাপারে মামলা করার অনুমতি চেয়েছেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। তাঁর অভিযোগ, বিচারাধীন মামলা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। যা আদালত অবমাননার যোগ্য। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে বিকাশ ভট্টাচার্যকে মামলা করার অনুমতি দিয়েছে। মঙ্গলবার আলিপুরের এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, কথায় কথায় চাকরি নেওয়ার আগে একবার ভেবে দেখার।
মঙ্গলবার আলিপুর আদালতের এক অনুষ্ঠানে এসে চাকরি নিয়ে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের এক রায়কে উদাহরণ হিসেবে সামনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাম আমলে চাকরি নিয়ে রায়ে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, ভুল সংশোধনের। মুখ্যমন্ত্রীর এই দাবির পর অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানান, সেই মামলার সঙ্গে এই মামলার অনেক ফারাক রয়েছে।
আরও পড়ুন- Gold Price Today: সোনার দামে স্বস্তি, রুপোর দাম দেখে চিন্তার ভাঁজ ক্রেতাদের কপালে
আলিপুরের ওই অনুষ্ঠানে বিচারপতিদের কাছে মমতার অনুরোধ ছিল, যারা দোষী, তাঁদের রেয়াত করবেন না। কিন্তু নীচুতলার মানুষদের চাকরিটা খাবেন না। একইসঙ্গে তিনি জানান, তাঁর জমানায় কোনও সিপিএম ক্যাডারের চাকরি যায়নি। চাকরি যদি দিতে না পারেন, খাওয়ারও কোনও অধিকার নেই।