শুক্রবার সকাল থেকে শনিবার সকাল। প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই ইডি আধিকারিকরা। এরই মধ্যে টাকা উদ্ধারের বিষয়টিকে হাতিয়ার করে আক্রমণ শানাল বামেরা। দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন নেতাদের বাড়িতে তল্লাশি চালালে উদ্ধার হতে পারে কয়েক’শ কোটি টাকা। তিনি আরও বলেছেন, দেরি করলে পার্থ-র সারথীরা পালিয়ে যাবে। তাঁর দাবি, রাস্তায় নেমে রাজনীতির জামা পরা ‘চোর’দের ধরিয়ে দেওয়া উচিত।
সম্প্রতি এই বাম নেতাকে বারবার নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলিতে বর্ষীয়ান আইনজীবী হিসেবে মামলাকারী তথা চাকরি প্রার্থীদের বিরুদ্ধে সওয়াল করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাই তাঁর জন্য নিয়োগ আটকে আছে বলে অভিযোগ মমতার। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিকাশের বিরুদ্ধে জন্ম শংসাপত্র দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।
আরও পড়ুন- ED raid at Partha Chatterjee's house: এখনও পার্থর বাড়িতে ইডি, বাজেয়াপ্ত নথি, রাতে শুধু চা-বিস্কুট
অন্যদিকে, ইডির এই তল্লাশি অভিযান নিয়ে তীব্র প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর। তিনি জানান, "অপরাধ করলে জেলের ভাত খেতে হবেই। শাস্তি পেতে হবে অপরাধীদের। কেউ ছাড় পাবেনা।" বারাসাতে দলের জেলা দফতরে শুক্রবার এক বৈঠকে যোগ দিতে এসে তিনি আরও বলেন, ‘‘কোথায়ও যদি বেআইনিভাবে আর্থিক লেনদেন হয়ে থাকে সেই লেনদেনের উৎস খুঁজে বের করা ইডির কাজ । সেক্ষেত্রে ইডি তল্লাশি চালাবে এটাই স্বাভাবিক । অনেক আগেই তাদের তল্লাশি অভিযানে নামা উচিত ছিল।’’