কয়লার পর এবার গরু পাচার কাণ্ডেও সিবিআই রাডারে বিকাশ মিশ্র(Bikash Mishra)। তাঁকে নিজেদের হেফাজতে নিল সিবিআই(CBI)। আগামী ১০ দিন সিবিআই হেফাজতে থাকতে হবে বিকাশকে। আবার ১৮ এপ্রিল ফের আদালতে পেশ করা হবে তাঁকে।
কয়লা এবং গরুপাচার কাণ্ডে(Cow Smuggling) দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই। গতবছর বিকাশকে (Bikash Mishra) গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে তাঁকে তোলা হয় আসানসোলের সিবিআই আদালতে(CBI Court)। তারপর তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওইদিনই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বিকাশ। ওইদিন রাতেই তাঁকে বর্ধমান হাসপাতালে(Burdwan Hospital) পাঠানো হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে(SSKM)।
শুক্রবার এসএসকেএম থেকে গরুপাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির করা হয়। বিচারক রাজেশ চক্রবর্তী প্রথমে ১৫ দিনের জেল হেফাজত দেয় তাঁকে। কিন্তু সিবিআই গরুপাচার কাণ্ডে(Cow Smuggling) বিকাশ মিশ্রকে নতুন করে সংযুক্ত করে। তাঁকে গ্রেফতার করে সিবিআই। নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায়। এরপর ফের শুনানি হয়। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বিকাশ মিশ্রকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত(High Court)।
আগেই অনুপ মাজি ওরফে লালা, বিনয় ও বিকাশ মিশ্রর প্রায় সাড়ে ৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI)। তার মধ্যে রয়েছে বাড়ি, গাড়ি ও জমিও। চলতি বছরের শুরুতে কয়লা (Coal scam) ও গরুপাচার (Cattle smuggling) কাণ্ডের কিনারায় সিবিআইয়ের তৎপরতা দেখে অভিযুক্ত ব্যবসায়ী বিনয় মিশ্র বাংলা ছেড়ে মুম্বই হয়ে পালিয়ে যান দুবাইয়ে। এরপর একাধিকবার ভিনদেশের পাসপোর্ট ব্যবহার করেই গা ঢাকা দেন তিনি। যদিও অবশেষে রাজধানী দিল্লি থেকে বিকাশ মিশ্রকে(Bikash Mishra) গ্রেফতার করা হয়।