স্থানীয় মুক্তাচন্ডী মেলায় চলছিল 'মত কা কুয়া' খেলা। রোমাঞ্চকর এই খেলা দেখতে ভিড় করেছিলেন প্রচুর মানুষ। তাঁদের সামনেই চোখের নিমেষে ঘটে গেল দুর্ঘটনা। ঘটনাস্থল আসানসোলের সালানপুর(Asansol Accident)। রবিবার রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বন্ধ হয়ে যায় খেলা। এলাকায় এসে পৌঁছায় সালানপুর থানার পুলিশ(Salanpur Police Station)। বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল বলেই খবর।