রবিবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা । কিন্তু, সেই বৈঠকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি তৃণমূলকে । জানা গিয়েছে, বিজেপির কাছে আমন্ত্রণ পত্র পাঠালেও তৃণণূলের কাছে কোনও আমন্ত্রণপত্র পাঠাননি বিমল গুরুং । বৈঠকে আমন্ত্রিত নয় অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । আর এখবর প্রকাশ্যে আসতেই পাহাড়ের নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে ।
জানা গিয়েছে, দার্জিলিংয়ের জিডিএনএস প্রেক্ষাগৃহে বৈঠকটি হবে । সেখানে বিজেপি ছাড়াও আমন্ত্রিত হামরো পার্টি, জিএনএলএফ এবং সিপিআরএম । কিন্তু, তৃণমূলকে কেন নিমন্ত্রণ করা হল না ? তাহলে কি ফের বিজেপির দিকে ভিড়তে শুরু করেছেন বিমল গুরুং ? তৃণমূল বিরোধী শক্তি গড়ে তুলতে চাইছেন ? এমন হাজারও প্রশ্ন উঠছে । এদিকে, বৈঠকে বিজেপির প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সভাপতি কল্যান দেওয়ান । তাঁর কথায়, যদি অনিত এবং তৃণমূল বিরোধী শক্তিগুলি একসঙ্গে কাজ করার প্রস্তাব দওয়া হয় বৈঠকে, তাহলে তা দলের অন্দরে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে ।
এদিকে, বৈঠক নিয়ে কিছু বলতে চাইছে গোর্খা জনমুক্তি মোর্চা । বিমল গুরুং থেকে রোশন গিরি, কেউই এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ ।