সূর্যকান্ত মিশ্রের পর এবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম-বিজেপি জোটের তত্ত্বকে খারিজ করে দিলেন। বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছে, যদি কেউ এই ধরণের জোট চান, তাহলে তিনি আর পার্টি থাকতে চান না। সম্প্রতি জেলার বেশ কিছু সমবায় ভোটে বাম-বিজেপি জোটের ছবি দেখা গিয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকায় এই জোট সফলও হয়েছে। ফলে রাজ্যে পঞ্চায়েত ভোটে সেই সম্ভাবনা একটা তৈরি হতে পারত বলে অনেকেই দাবি করেছিল। কিন্তু সেই সম্ভাবনাকে কার্যত উড়িয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান।
রাজ্য তৃণমূল সরকারকে হঠাতে বাম-বিজেপি-কংগ্রেস মিলে জোট তৈরির ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই স্বপ্নকে খারিজ করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কারণ, নীতি ও আর্দশের প্রশ্নে বাম-বিজেপি এক ছাতারতলায় আসতে পারে না।
সেই নীতি-আর্দশের প্রশ্নকে সামনে এনেই আসন্ন পঞ্চায়েত ভোটে বাম-বিজেপি জোটের সম্ভাবনাকে খারিজ করে দিলেন বিমান বসু। তিনি জানিয়েছে, যাঁরা এটা করছেন, তাঁরা রাজনীতি বোঝেন না। তাঁরা এই ধরণের রাজনৈতিক কর্মসূচিকে সমর্থন করেন না। এমনকী করবেনও না। একইসঙ্গে তাঁর হুশিয়ারি, যাঁরা এই ধরণের কাজ করলে তাঁরা পার্টি ছাড়তে পারেন। সেটা পার্টির জন্য ভাল বলেই বিশ্বাস বিমান বসুর।