রিষড়ায় অশান্তির ঘটনায় চিঠি লিখে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিত অভিযোগ জানালেন আক্রান্ত বিজেপি বিধায়ক বিমান ঘোষ। ভোররাতে হাসপাতাল থেকে চিঠি লেখেন তিনি। বাংলায় অশান্তির পরিবেশের বর্ণনা দিয়ে অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
রবিবার রিষড়ায় বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ ইটবৃষ্টি এবং গাড়িতে আগুন লাগানো হয়। পুলিশ কাঁদানে গ্যাস ফাটায়। আহত হন খানাকুলের বিজেপি বিধায়ক বিমান ঘোষ। রিষড়া থানার ওসি পিয়ালী বিশ্বাস সহ বেশ কিছু পুলিশকর্মীও আহত হন। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷
ঘটনার বিবরণ দিয়ে চিঠিতে বিমান জানিয়েছেন, মিছিলে অশান্তি এবং আক্রমণের সময় রাজ্যের পুলিশ ‘নীরব দর্শক’-এর ভূমিকা পালন করছিল। পরে মিছিলে অংশগ্রহণকারীদেরই নিরাপত্তার নামে আটক করে তারা। রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ের কাছেই কেন্দ্রীয় হস্তক্ষেপ এবং রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়েছেন আক্রান্ত নেতা।
এর আগে একই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।