মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই বনধ ডেকেছে জিটিএ-র ৭ সদস্য। ঘটনার জেরে উদ্বিগ্ন মাধ্যমিক পরীক্ষার্থীরা। তবে পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছেন বিনয় তামাং। বিনয় তামাং পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে জানান, পরীক্ষার্থী বা শিক্ষক-অশিক্ষক কর্মীদের বাধা দেওয়া হবে না। তাঁদের গাড়িও যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে ব্যবস্থাও থাকবে বলেই জানান বিনয়।
মঙ্গলবার পাহাড়ে যাবেন মুখ্যমন্ত্রী। তাই তার আগেই ফের গোর্খাল্যান্ডের দাবি তুলেছেন জিটিএ সদস্যরা। পাশাপাশি, আগামী ২৩ তারিখ পাহাড়ের বাসিন্দাদের বাড়ি থেকে না বেরোনোর আবেদন জানান তাঁরা। তবে মাধ্যমিক পরীক্ষার জেরে তাঁদের বনধের প্রভাবে কিছুটা রাশ টানা হবে বলেই খবর।