তৃণমূলের (TMC) সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন বিনয় তামাং (Binay Tamang) । বুধবারই হামরো পার্টিকে সরিয়ে দার্জিলিং (Darjeeling) পুরসভার দখল নিয়েছে অনীত থাপার নেতৃত্বাধীন জোট । তৃণমূলকে সঙ্গে নিয়ে আস্থা ভোট জয় পেয়েছে তারা । তার কয়েক ঘণ্টা পরেই তৃণমূলের সঙ্গে বিনয় তামাঙের দূরত্ব বাড়ানোর ঘোষণা, পাহাড়ের রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিনয় তামাং জানিয়েছেন,তিনি তৃণমূলের (TMC) সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন । তৃণমূল চাইলে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ করতে পারে । এই মুহূর্তে দার্জিলিংয়ের (Darjeeling) গণতন্ত্র বিপদে । মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর অনুরোধ, পাহাড়ের এই পাহাড়প্রমাণ দুর্নীতি এবং অগণতান্ত্রিক পরিবেশ রুখতে পদক্ষেপ করুন ।
আরও পড়ুন, Nabanna Protest : নবান্নের সামনে চাকরিপ্রার্থীদের জমায়েত, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে করজোরে আবেদন
উল্লেখ্য, রাজনীতিবিদদের একাংশের মতে, অনিত থাপার সঙ্গে বিনয় তামাংয়ের সম্পর্ক খুব একটা ভাল ছিল না। তাছাড়া, বিনয় পাহাড়ের রাজনীতিতে বড় মুখ হলেও অনীত থাপার (Anit Thapa) প্রভাব বাড়ছিল । তাই ধীরে ধীরে কোণঠাসা হচ্ছিলেন বিনয়। সেই নিয়ে চাপা অসন্তোষ ছিলই । সূত্রের খবর, তার মধ্যে আবার তৃণমূল কংগ্রেসের অনীতকে সমর্থন করার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিনয় । সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি । খুব শীঘ্রই নিজের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের কথা জানাবেন তিনি ।