Darjeeling Bandh Called Off: মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, দার্জিলিঙে বনধ প্রত্যাহার বিনয় তামাংদের

Updated : Mar 01, 2023 13:41
|
Editorji News Desk

মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিতেই কাজ। চব্বিশ ঘণ্টার মধ্যেই দার্জিলিঙে বনধ প্রত্যাহার। বুধবার বনধ স্থগিতের কথা ঘোষণা করলেন বিনয় তামাং। মঙ্গলবার পৃথক গোর্খাল্যান্ড-সহ একাধিক দাবিকে ফের উসকে দিয়ে বৃহস্পতিবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল জিটিএ বিরোধীরা। বিনয় তামাং, অজয় এডওয়ার্ডদের ডাকা এই বনধের পাল্টায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ছিল, রাজ্য কোনও বনধকে রেয়াত করবে না। রাজনৈতিক মহলের মতে, কড়া দাওয়াইতেই কাজে এল। 

গত সোমবার রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী আইন পাসে বাংলা ভাগের দাবি করেছিলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ শর্মা। যদিও তাঁর দলের নেতা শুভেন্দু অধিকারী সেই দাবিতে সমর্থন করেননি। কিন্তু মঙ্গলবার বিষ্ণুর এই দাবিকেই হাতিয়ার করেন বিনয়, অজয়রা। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে অনশন শুরু করে বৃহস্পতিবার মাধ্যমিক শুরুর দিনেই দার্জিলিঙে ১২ ঘণ্টার বনধ ডাকা হয়। এই সিদ্ধান্তের জেরে শুরু হয় সমালোচনা। 

এরমধ্যেই শিলিগুড়ি গিয়ে বিনয়দের পাল্টা হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। জনসভা থেকে মমতা জানান, বনধের দিন রাস্তা আটকালে দায় বনধ সমর্থকদেরই নিতে হবে। তিনি জানান, সরকার কোনও বনধকে রেয়াত করেনা। এমনকী, তাঁর সরকার দেখিয়ে দিয়েছে গত ১১ বছরে কীভাবে বনধ না করে রাজ্যের উন্নয়ন করা যায়। একইসঙ্গে তাঁর তোপ, পাহাড়ে কিছু মানুষ আছেন, যাঁরা মাঝেমধ্যে জেগে ওঠে। যাঁরা উন্নয়ন সহ্য করতে পারেন না। 

রাজনৈতিক মহলের দাবি, মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারিতে আগেই কার্যত চুপসে গিয়েছিল বিনয়দের আন্দোলন। বনধ প্রত্যাহারের সিদ্ধান্তে তা আরও প্রকট হল। 

GTAMamata BanerjeeBandhDarjeeling

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী