পঞ্চায়েত ভোট অতীত। কিন্তু বীরভূমে বোমা বিস্ফোরণ ঘটনা অব্যাহত। মঙ্গলবার বিস্ফোরণ খয়লাশোল ব্লকের ডেমুরটিটা গ্রামে। একটি নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ, ওই বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল। সকালে তা বিকট আওয়াজ করে ফেটে ওঠে। ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গ্রামবাসীদের অভিযোগ, এই বাড়ির মালিকের নাম শেখ শেরাফত। তাঁর খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে যে বাড়িতে বিস্ফোরণ হয় সেই বাড়িটির মালিক শেখ সেরাফত নামে এক ব্যক্তির। তিনি স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত। তাঁর বাড়িতেই বোমা বিস্ফোরণ হয়। এলাকাবাসীদের বয়ান অনুযায়ী, বালির নীচে প্রায় ৭০ টি বোমা রাখা ছিল। সেগুলির মধ্যে কয়েকটি ফেটে যায়। তবে কী কারণে বোমাগুলি নিয়ে আসা হল তা জানা যায়নি।