বীরভূমে বোমা বিস্ফোরণ (Birbhum Blast)। মৃল অভিযুক্ত সহ ৬ জনকে গ্রেফতার পুলিশের। শনিবার রাত ১০টা নাগাদ মারগ্রাম হাসপাতালের মোড়ে বোমা বিস্ফোরণ হয়। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ (Police)। নেতৃত্বে ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র।
শনিবার রাত ১০টা নাগাদ মাড়গ্রাম হাসপাতালের মোড়ে বোমা বিস্ফোরণ হয়। বোমার আঘাতেজখম হন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ। মৃত্যু হয় নিউটন শেখ নামে তাঁর সঙ্গীর। তদন্তে নেমেই ৬ জন অভিযুক্ত ধরা পড়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: পঞ্চায়েতের আগে উত্তপ্ত বাসন্তী, বোমা বিস্ফোরণে গ্রেফতার ২ জন, রবিবারও থমথমে এলাকা
জখম লাল্টু শেখকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।