শান্তিনিকেতনে অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়ির জমির মিউটেশন নিয়ে টানাপোড়েন চলছিল। অবশেষে সবকিছুরই নিষ্পত্তি। ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক (BLRO)-এর অফিস সূত্রে খবর, বিতর্কিত জমি অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনের নামে।
গত কয়েকমাস ধরেই অমর্ত্য ও বিশ্বভারতীর মধ্যে ১৩ ডেসিবেল জমি নিয়ে টানাপোড়েন চলছে। 'প্রতীচী'র জমি মিউটেশনের জন্য ভূমি ও ভূমি সংস্কার দফতরে দুপক্ষ হাজির হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। এরপরেই নোবেলজয়ীকে উচ্ছেদের নোটিস পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। সোমবার BLRO দফতরের একটি সরকারি নথি প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, জমিটির মিউটেশন আশুতোষ সেনের নামে। যদিও এই নথির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে, অমর্ত্যের বাবা আশুতোষ সেনকে ১.২৫ একর জমি লিজ় দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে বিশ্বভারতী অমর্ত্যের বিরুদ্ধে ১৩ ডেসিবেল জমি দখলের অভিযোগ করেছে।