ইঞ্জিনিয়ারিং ছাত্রকে (Birbhum Engineering Student) অপহরণ করে খুন। এবার বাগুইআটির ছায়া বীরভূমের ইলামবাজারে। বন্ধুদের সঙ্গে পিকনিক করবে বলে যান ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৈয়দ সালাউদ্দিন (Saiyad Salah Uddin)। রাতে তারই নম্বর থেকে বাড়িতে ফোন যায়। চাওয়া হয় ৩০ লক্ষ টাকা মুক্তিপণ। রবিবার সকালে বীরভূমের ইলামবাজার থানার ()Elam Bazar Police Station চৌপাহারি জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জেরায় খুনের কথা স্বীকারও করেছে ওই যুবক।
জানা গিয়েছে, সালাউদ্দিনের বাড়ি বীরভূমের খয়রাশোল থানার আহমেদপুর গ্রামে। পরিবারের দাবি, ছাত্রটি আসানসোল থানার একটি কলেজে পড়াশোনা করতেন। শনিবার সকালেই বাড়িতে জানান, বন্ধুদের সঙ্গে পিকনিক করবেন। পরিবারের দাবি, রাত সাড়ে ১২টা নাগাদ ফোন করা হয় তাঁকে। তাঁর বাবার কাছ থেকে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। কিছুক্ষণ পর ফোন কেটেও যায়। রাতেই মল্লারপুর থানায় যোগাযোগ করেন পরিবার সদস্যরা। চৌপাহারি জঙ্গলে এক ছাত্রের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ইলামবাজার থানার পুলিশ এসে উদ্ধার করে তাঁর দেহ।
আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু, অফিস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের পক্ষ থেকে দেহ শনাক্ত করা হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।