বীরভূমে ‘ফিরলেন’ কেষ্ট। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর নাম ‘মুকুটহীন সম্রাটের’ মতো কেবল লোকের মুখে মুখে ঘুরত। কিন্তু বীরভূমে কোর কমিটি গঠিত হতেই, তিনি ফিরলেন এলাকায়। তবে সশরীরে নয়, ছবিতে-পোস্টারে। বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের ১০২ বছরের ঐতিহ্যবাহী মাঘ মেলার মাঠে হঠাৎ ঝুলল অনুব্রতর পোস্টার।
বিশ্বভারতীর এই ঐতিহ্যবাহী মেলাতে রাজনৈতিক স্টল সেই ভাবে দেখা যায় না। কিন্তু এবার ছেয়ে গিয়েছে কেষ্টর পোস্টারে। যদিও রাজনৈতিক স্টল দেওয়া নিয়ে শুরু হয়েছে প্রশ্ন, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে অধ্যাপক কিশোর ভট্টাচার্য জানান রাজনৈতিক স্টল দেওয়াটা বেমানান, বিশ্বভারতীর ঐতিহ্যের সঙ্গে এটার কোন মিল নেই।