বীরভূম বোমা বিস্ফরণে মৃত লাল্টু শেখের মৃতদেহ পৌছালো মাড়গ্রামে। দেহ হাতে পেতেই অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার হন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে মোতায়েন রয়েছে বিরাট পুলিশবাহিনী। উল্লেখ্য, রবিবার এসএসকেএমে মৃত্যু হয় লাল্টু শেখের।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন তৃণমূল প্রধানের ভাই লাল্টু। এদিন লাল্টু-সহ আরও দুই তৃণমূল কর্মীর মৃত্যুর জন্য স্থানীয় কংগ্রেস নেতা সুজাউদ্দিন, তার ছেলে শেখ লাকি, শেখ বাপিকে কাঠগড়ায় তুলেছে গ্রামবাসীরা। তাদের কড়া শাস্তির দাবিতে এদিন মৃতদেহ নিয়ে গ্রামে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন-
উল্লেখ্য, রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রামের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, তাঁর বন্ধু নিউটন শেখের উপর লক্ষ করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। রাতেই তদন্তে নেমে ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।