শিলিগুড়িতে পুরসভা নির্বাচনের আগে বিজেপিতে তুঙ্গে গোষ্ঠীবিরোধ। টিকিট না পেয়ে জেলা নেতৃত্বের সামনে বিক্ষোভ দেখালেন কর্মীরা। বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের বিজেপি (BJP) সাংসদ রাজু বিস্ত (Raju Bista) এবং শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
টিকিট না পেয়ে জেলা নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করলেন এক বিজেপি কর্মী। আগামী ২২শে জানুয়ারী শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন। বামফ্রন্ট ও তৃনমূল এখনও তাদের পূর্নাঙ্গ ভোটের তালিকা প্রকাশ করতে পারেনি। বুধবার রাত সাড়ে সাতটায় পূর্নাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। কর্মীদের একাংশের দাবি, দুই নম্বর ওয়ার্ডে বিজেপি উদবাস্তু সেলের কো-কনভেনার প্রদীপ চৌধুরী এবার প্রার্থী হবেন বলে দল জানিয়েছিল। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর তাঁর নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তিনি।
Jaish-e-Mohammad: পুলিশের সঙ্গে গুলির লড়াইতে জম্মু-কাশ্মীরে নিহত ৬ জৈশ জঙ্গি
প্রদীপ অভিযোগ করেন ২০১১সাল থেকে তিনি বিজেপি করে আসছেন। ২০১৫ সালে দলকে এই ওয়ার্ড থেকে জিতিয়ে ছিলেন তিনি। এবার তাঁর এই ওয়ার্ড থেকে দাড়ানোর কথা ছিল। কী কারনে তাঁর নাম বাদ গেল তা তিনি জানেন না।
প্রদীপ চৌধুরী অভিযোগ করেন জেলা নেতৃত্ব টাকা নিয়ে প্রার্থী পদ দিয়েছে। এছাড়াও তিনি বলেন, দুই নম্বর ওয়ার্ডে যিনি প্রার্থী বানী পাল হয়েছেন তিনি ওয়ার্ডের কোন বাসিন্দাকে চেনেন না, তাঁর ব্যবহারও ভালো নয়। তিনি কার্যত জেলা নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। জানান, দুই নম্বর ওয়ার্ডে বিজেপি যাতে জিততে না পারে তার জন্য তিনি সমস্ত রকম ব্যবস্থা করবেন বিজেপিতে থেকেই।
শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আনন্দময় বর্মন বলেন প্রদীপ চৌধুরীর সমস্ত অভিযোগ সমস্ত মিথ্যা। টাকা নিয়ে কোনও প্রার্থী করা হয় নি।