বিজেপি পোলিং এজেন্টকে গুলি করে খুন করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের ৩৮ নম্বর বুথ এলাকায়। মৃত ব্যক্তির নাম মাধব বিশ্বাস।
জানা গিয়েছে, শনিবার সকালে বুথে ঢুকতে গিয়েছিলেন মাধব বিশ্বাস। অভিযোগ, সেসময় তাঁকে বাধা দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এরপর দু-পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। সেসময় আচমকা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিবিদ্ধ হন মাধব বিশ্বাস। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে ঘটনার জেরে আহত হন সেখানকার বিজেপি প্রার্থী মায়া বর্মণ সরকার। খবর পেয়ে ফলিমারীর ওই বুথে পৌঁছয় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনার পর শাসক দলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গুলি চালানোর পাশাপাশি বুথের ভিতর বোমাবাজি চালানো হয় বলেও অভিযোগ। প্রিসাইডিং অফিসারও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাঁদের নিশিগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এবিষয়ে বিজেপি প্রার্থী মায়া জানিয়েছেন, তাঁরা বুথের ভিতরে ছিলেন। সেসময় কয়েকজন দুষ্কৃতী বুথে ঢুকে বোমাবাজি করে। গুলি চালানো হয় বলেও অভিযোগ।